জেগে না ঘুমিয়ে গেছো
কিছু কথা শুনতে পাচ্ছো
বাপরে কি নাক ডাকার শব্দ
রাত প্রগাঢ় নিঃঝুম নিস্তব্ধ।
অমাবস্যার রাত্রি নিঝুম
নেই জোনাকির চোখে ঘুম,
ঘুচায়ে আঁধার কালো
জোনাকি জ্বালায় আলো।
ঘড়িতে ঘন্টা ঢং করে বাজে
নির্ঘুম রাত ভাবনা ভরা কাজে
ক্রমশ তিমিরে ডাকে ঝিঁঝিঁ
ছটফট করে হৃদয় মিছিমিছি।
প্রায় স্তব্ধ রাতের ঘন আঁধার
পেরিয়ে যায় জোনাকি অভিসার
আড়ালে রেখে দৃষ্টি অগোচর
সামনে এলো যখন শেষ প্রহর।