কথার সঙ্গে কথা কেবল
জুড়লেই তো হয় না
হয় না যেন হাতের শেকল
কিংবা গলার গয়না |
কথা তো নয় পাথর বা ইট
খাড়া করো না দেয়াল ;
খোলা যাবে না এমন গিট
না থাকে, রেখো খেয়াল |
কথা কি তবে ফাঁকা আওয়াজ,
শুধুই ধোঁকার টাটি ?
নিকম্মা এ সরফরাজ,
স্বপ্নের আড়কাঠি ?
এমন করে জুড়বে কথা সাঁটে
কথায় যেন কথার জোর থাকে,
প্রকৃতি দেখো, কত সহজে আঁটে
পরমানুর ভেতর ক্ষমতাকে ||