জেগে ওঠো তুমি বীর
রেখো সদা উঁচু শির
দূর করে দাও ঠেলে ভয়।
সদা চলো সৎ পথে
দৃঢ় থেকে মনোরথে
সব কাজে পাবে তুমি জয়।
মায়াদয়া রেখো মনে
দেখো সদা দুখী জনে
অবহেলা কভু করো নাকো ,
জেনে রেখো এই ভবে
মানুষ সমান সবে
ছোট বড় ভেদ কেন রাখো!
সৎ পথে প্রভু থাকে
ঢাল করে রাখো তাঁকে
জীবন সুখের তবে হয়,
বিবেক বোধটা রাখো
মানবতা মনে মাখো
ভয় ভাবনার হবে ক্ষয়।