তোমার চোখ দুটো চেয়ে আছে
প্রশ্ন চিহ্নের মতো
ওত পেতে আছে অপলক
আমার চোখ দুটো চেয়ে আছে
বিস্ময় চিহ্নের মতো
মন মেতে আছে অপার মুগ্ধতায়
চিহ্নগুলোর ভেতর থেকে ঠিকরে আসা চোখের
কথা বলা যে ভাষার সংকেত দিয়ে যায়
তাকে আমি অলৌকিক স্বপ্ন বলি
এবং স্বপ্ন দেখতে দেখতে দু’চোখের মাঝখানে
যে টুকু বিশ্বাস বোধ জেগে ওঠে
তাকে আমি বলি ভবিষ্যৎ
আর এসবের সাফল্য আর ব্যর্থতার হা-হুতাশের
নিভৃত থেকে যে অবিরাম যুদ্ধে মত্ত থেকে
সুখে কাঁদে ও দুঃখে গায় গান
তাকে আমি বলি জীবন…
আর দেখো, আয়নার ভেতর সেই জীবনটাই
আসলে কি রকম অসম্ভব উলঙ্গ ও স্পর্শকাতর ।