খামের মধ্যে ভরে রেখেছি জীবন হাটের বারমাস্যা
ফেলে আসা শতকের একান্তের কথাগুলো
যখনি দাঁড়িয়েছি সবুজের সমারোহে
তখনই দরজা খুলে গ্রহণ করেছো হয়ে লোভতুরা
তোমার নিরাভরণ দৈহিক গন্ধ নিয়ে।
আজও পুকুরের সান বাঁধানো ঘাটে অপেক্ষারা
পানকৌড়ি দেয় ডুব শুধু সময় বড় নিশ্চুপ
অনন্ত মেঘরাশিতে আকাশ ভরে
আজও আকাশ ছিঁড়ে,ছিঁড়ে বৃষ্টি ঝরে এ চোখে
ভালোবাসা মরে- তার কুৎসিত প্রেতাত্মায় ভয় দেখায়।
কৃষ্ণচূড়ার লাল রং রক্ত হয়ে গড়িয়ে পড়ে তোমার আঙিনায়
সেই রক্তে লেখা হয় গল্প জীবন খাতার প্রতিপাতায়
তুমি মিষ্টি হেসে সেই গল্প পরেই রসাস্বাদন কর
আমি তখন একাকী সাগর পারে ব্যর্থতার হিসাব মেলাই,আর –
বুকের মাঝে কান্না চেপে সুখী মানুষের অভিনয় করি।