নিশুত রাতে একলা বসে
তোমার ছবি আঁকি ,
অচিন দেশে চলে গেলে
দিয়ে আমায় ফাঁকি।
যাপন দিনের হাজার স্মৃতি
মনে করে কাঁদি,
উতল ঢেউ বুকের পরে
কেমনে মন বাঁধি।
তুমি বিনে শূন্য ভুবন
শূন্য সকল কিছু,
যেদিকে চাই তোমার স্মৃতি
তাড়া করে পিছু।
কতো স্বপ্ন বুনেছিলাম
তোমায় আমায় মিলে,
সময় মাঝি কারসাজিতে
চূর্ণ করে দিলে।
বিবশ ব্যথায় অসার মনে
কাটে দুখের রাতি,
জনম জনম তুমিই প্রিয়
থেকো জীবন সাথী।