সকালের চেয়েেও সুন্দর আমার জন্মভূমি
জন্মভূমি রক্ষায় অকাতরে মরে যারা
আমিও তো সঁপেছি নিজেকে
সংসার-দেশ রক্ষায়
রাখিনি কোন প্রত্যাশা আমার মনে
সংসার গড়েছি আমি তাই ডুবি ভাবনায়
কিসে আনন্দ রাখা যায় তাদের
সংসারে সকলে করে ভরসা
তাদের ছেলেমানুসী বায়না
করতে পারি না অবহেলা
আদর যত্ন ভালবাসা ছাড়া
কিছুই আর চাইতে জানে না
সৈনিকের নির্ঘুম প্রহরায়
ঘুমিয়ে থাকে নাগরিক নিরাপদে
আমার অনলস সেবা দানে
জানি না কতটা সুখ দিতে পারি।