নতুন বছর এলো যখন
রঙিন স্বপ্নে সাজুক তখন
হৃদয় জুড়ে আশা,
বৈষম্য ভাব দূরে ঠেলে
প্রীতির ভাবে মনটা মেলে
জীবন গড়ো খাসা।
পুষ্প যেমন সবার তরে
সুবাস ছড়ায় তেমনি করে
মানুষ যদি চলে,
থাকবে নাকো দুখেতে কেউ
বইবে বুকে সুখেতে ঢেউ
জ্ঞানী জনে বলে।
জীবন মেয়াদ স্বল্প ভবে
এই কথাটি বুঝবে কবে
ভেবে দেখো মনে,
মগ্ন থাকলে ভালো কাজে
সুখের ছোঁয়া তাতেই রাজে
প্রভুর আশিস সনে।