আঁধারের গভীর উৎস হতে উৎসের দিকে
রহস্যমময় জন্ম আর মৃত্যু!
মাঝখানে সুদীর্ঘ রানওয়ে –
নড়াচড়া থেকে হামাগুড়ি হাঁটা দৌড় –
পরিবার থেকে সমাজ দেশ দেশান্তর-
শ্লেট পেন্সিল থেকে খাতা রং তুলি কলম বই –
দুধে হাসি থেকে বাঁধভাঙা হাসি লাজুক হাসি অবুঝ হাসি –
নদীস্রোতের মতই প্রবাহমান
চলাতেই জীবন,কর্মেতেই ধর্ম,পথেতেই গন্তব্য,সময়টা দোসর।
শুধুই দীর্ঘ সফর
অজানা তেপান্তরে-
দিগন্তরেখার ওপারে তারামণ্ডলে-
ঢেউয়ের ধাক্কা পার হয়ে সীমাহীন গভীরে!
শুধুই বিরামহীন চলা
তোমার-আমার-সকলের..