কবিতার খাতায় যুগ-যুগান্ত ধরে চলছে জীবনহানি।
ডাল ভরা পুষ্প-জল থৈথৈ পদ্মপুকুর কিংবা ফাল্গুনী গান
কোন কিছুই যেমন চিরস্থায়ী নয়-
তেমন চিরস্থায়ী নয় জীবনও!
এখানেও জন্ম নেয় হিমেল জ্যোৎস্না,আকাশের বুক চেরা অশনির ক্রূর হাসি আর আদিগন্ত উথলে ওঠা ফেনিল জলরাশি!
একের পর এক ফিকে হয় সবুজ পত্ররাশি-
ঝরে পড়ে পঞ্চভূতের জিম্মায়।
কবিতার অস্থায়ী সাগরতটে স্মৃতি হয়ে পড়ে থাকে কিছু চেনা পদচিহ্ন!
অবিরত ধেয়ে আসে নোনা ঢেউ
মুছে যায়-সব মুছে যায়!
বিলুপ্ত হয় স্মৃতি!
ঝরে যায় একে একে শতেক জীবন!