হৃদয়জুড়ে ব্যথার পাহাড়
ভালোবাসার চরম ঘায়ে,
সারাজীবন কাটলো আমার
দুখের শেকল পায়ে পায়ে।
যাপন সুখ তো পাইনি আমি
আঘাত দীর্ণ জীবন জুড়ে,
হাড়- হাভাতে কাঙ্গাল মনটা
তূষের মতোই যায় যে পুড়ে।
ছ’ টাক মতন সুখের আশা
ছিলো আমার বুকে চাপা,
সমর্পণে সবই দিলাম
পাওয়ার ঘরটা বড্ড ফাঁপা।
শতেক ব্যথার কাহন মাঝে
ভীরু তিরতির আশার বাতি,
জীবন বৃত্তের হেয়ালী খেলায়
যদি ফেরে জীবন সাথী।
ভালবাসার নকশিকাঁথা
ঘুণপোকাদের আঁতুর ঘরে,
লাভ টা কি আর আশায় থেকে
দু’ চোখ ভেসে অশ্রু ঝরে।