জিনিয়া তোমায় পেয়ে এখন আমি চিত্রকরের তুলি
কারণ আমার হৃদয় জুড়ে এখন শুধুই তুমি
তোমাকে পেয়ে আকাশ হয়েছে কৃষ্ণচূড়ায় লাল
সবুজ শষ্যের ক্ষেত দেখে মনে হয় এসেছে পঙ্গপাল
শষ্যের দেবী তুমি তোমার পিছে ছড়িয়ে আছে সোনাঝরা মাঠ
তোমায় ঘেরা নানান স্মৃতি সেথায় বসায় হাট
তোমার হাতে ধরা আছে আলোর কার্ডিগান
তাই দিয়ে মুছিয়ে দিও আমার বুকের জমানো অভিমান
তোমায় পেয়েছি তাই শুরু হবে নতুন অভিযান
তুমি শুধু গেও জীবনের জয়গান হব আগুয়ান ।