কতদিন দেখি নি তোমায়!
ভোরের শিশিরে ভেজা জুঁই।
আজ ও কী তেমনি আছো?
ছিপছিপে বেতস লতা ! হাস্নুহানার গন্ধে!
হয়তো আজ তুমি মা হয়ে গেছো,
স্নেহঝরা মুখ,আদরে-চোখের পাতায়!
সদা সশঙ্কিত, উচ্চকিত,ব্যাকুলিত প্রাণ।
স্নেহময় ,মায়াময় পুরাণ!
খুঁজে আর পাবো কি তোমায়?
শিশির সিক্ত হারানো জুঁইয়ের গন্ধে!
ভোরের স্নিগ্ধ ছায়ায়।