জানি না আজও কেন লিখি,
হয়তো এখনও অনেক শিখি।
জানি না জীবনের অন্ত কোথায়,
তাই বুঝি বাঁচার আনন্দে বাঁচা যায়।
জানি না হৃদ-বন্ধন কেন ভঙ্গুর,
তবু মিলনের সুর যে বড়ো মধুর।
জানি না ঈর্ষা ও দ্বন্দ্ব কেন কাঁদায়,
বিচ্ছেদের ভয় সর্বদা অন্তর কাঁপায়।
জানি না চিন্তারাজি কেন উজানে বয়,
মানুষকে পারিনা বাঁধতে ভালবাসায়।
জানি না ধর্মার্থকামমোক্ষের একাত্মতা-
কখনো সম্ভব কিনা আছে কি সত্যতা!
জানি না অন্তিমে আছে কোন বিপর্যয়,
পরমেশ্বরের কাছে থাকি সেই প্রার্থনায়।।