রাতের আকাশে সূর্য মামা
দিনের আকাশে চাঁদ,
জাদুর ছড়ি ঘুরিয়ে দিতেই
সব দর্শক কুপোকাত l
ইং বিং রিং ক্লিং চিং
গিলি গিলি ছু সব মন্ত্র,
নজর বন্দি ভেলকি খেলায়
লুকিয়ে যত ষড়যন্ত্র l
ফুল থেকে এলো বকম বকম
ডিম থেকে এলো বল,
বিশাল সে এক জাদুর জগৎ
দেখবি নাকি চল l
এক নিমেষে উধাও হলো
বাক্স থেকে সুন্দরী মেয়ে,
দর্শকের চোখ ছানাবড়া
দেখলো চেয়ে চেয়ে l
হাতের সাফাই কাকে বলে
জানতে যদি চাও?
জাদুকরের কাছ থেকে
নতুন ফন্দি শিখে যাও l
বেজায় জটিল হিসেবে-নিকেষ
অংকের চেয়েও শক্ত,
সব দেখে হলাম আমি
জাদুর প্রতি আসক্ত ll