সৃষ্টি করেন বিধাতা যে
সকল মানুষ ভবে,
জাতপাতের ওই বৈষম্যটা
চলছে কেন তবে?
জাত আর বর্ণের ভেদাভেদটা
মানুষেরই গড়া,
হিংসা দ্বেষে মনটা ভরে
বৃথাই পৃথক করা।
মুচি মেথর ওরাও মানুষ
ভাবছো কেন নিচু?
সবার দেহের রক্ত যে লাল
ছোট কিংবা উঁচু।
ভেবে দেখো বিবেক বোধে
মুচি মেথর যারা,
সমাজ বন্ধু রূপেই কিন্তু
কাজে মগ্ন তারা।
শ্রমিক দলেই ঘামটা ফেলে
অট্টালিকা গড়ে,
চেতনাতে জাগলে সবে
রবে শান্তি ভরে।।