একই চোখে বহুমুখী দৃষ্টি পেয়েছি ।
তোমার কর্ণিয়া কূলে
একশো শ্রাবণের পাল তোলা সকালের
ঝিকিমিকি ঢেউ ।
জাতক নক্ষত্র নীলে
আজীবন অকৃপণ সাগর সম্মতি ।
ভগ্নী বাণে বিদ্ধ যম আহত চৌকাঠে ।
বন্ধুর মধুবণি মৃদঙ্গ ভ্রু বোলে
আমার হৈ চৈ এক বান ভাটিয়ালি স্নান ।
মায়ের তৃতীয় নয়নে ফুটি খুঁতহীন আমি ।