জাগো বিবেক জাতি মন
দুর্বার গতিতে ছোটার
হয়েছে যে সময় এখন ৷
অতিক্রম করে সাবধানে
কন্টকাকীর্ণ দুর্গম পথ
সত্যের থাক অনুসন্ধানে৷
করে স্বামীজিকে স্মরণ
কাম ক্রোধ লোভ বন্ধন
থেকে মুক্ত কর মন৷
নাম যশ প্রভুত্ব স্পৃহা
কর ত্যাগ দাও বিসর্জন ৷
কর্মব্রতী হও সকল কাজে
সাফল্য কামনায় সবুজ মন ৷
স্বামীজির সমূহ বচন
জাতি ধর্ম ভেদাভেদ ভুলে
জীবনে কর অনুসরণ ৷