বন্যা জলে দেশটা ভাসে
মানুষ পশু কাঁপছে ত্রাসে
বেঁচে থাকাই দায়,
ঘর- বাড়ি সব ভাসছে জলে
সহায় সম্বল জলের তলে
খাবার কোথায় পায়।
ক্ষেতের ফসল সকল নষ্ট
চাষির মনে দারুণ কষ্ট
দুঃখে ফাটে বুক,
জঠর জ্বালায় কাঁদে সবে
ডেকে চলে মহান রবে
ঘুচাও প্রভু দুখ।
ভয়ানক এই বন্যার ঠেলায়
আশ্রয়হীন সব দুখের ভেলায়
চিন্তা মলিন মুখ,
বুড়ো বুড়ি শিশুর দলে
দিশেহারা চোখের জলে
সহে না যে ভুখ।
শিশু- নারী সবাই কাঁদে
সর্বনাশা বন্যার ফাঁদে
আশ্রয় কোথায় পায়,
হাহাকার যে বুকটা চিরে
রিলিফ এসে রক্ষা করে
জীবন বেঁচে যায়।