অপেক্ষা ধৈর্য্য হারা হয়ে গেলে
দু’চোখে ঝিরঝির বৃষ্টি নামে
অনন্ত স্মৃতির সরণীতে
গড়িয়ে যায় জল কলস
অরূপ-কথার মতো
গোপন বিষণ্ণতায়, অশ্রুজলে…
যাপনের ঘাত-প্রতিঘাত,সময়ের অসুখগুলো
ঝড় ও ঝাপটার মতো এসে
আছড়ে পড়ে জীবনে
তবুও দিন হয় ,রাত হয় নিজস্ব নিয়মে
বেঁচে থাকার আর্তি ঝরে পড়ে
আকুল বৃষ্টির গানে
যেভাবে অক্ষর অমোঘ হয়ে ওঠে না বলা কথায় ।