একটি কল্পিত রেখা…..
দোটানায় ছুঁয়ে যায় মনের গভীর
জল থৈথৈ বর্ষার মাঠে
প্রতিচ্ছবির নকসীকাঁথায়,ভেসে বেড়ায়
ভরা উচ্ছ্বাসের সুর;
শরীরছোঁয়া উচ্চতায় মাথা ঝাঁকিয়ে
উঁকি দেয়,রাত্রির ঘুম…..
জলের আয়নায়
রঙিনবসন্ত গড়ে,শাপলারঙা সুখ,চুপিচুপি….
তোমার উঠোনজুড়ে সলজ্জপ্রেম,
রোদ মেখে গাঢ় হয়,যুবতী দুপুর-ছাওয়ায়
আকাশের সীমারেখা পেরিয়ে
নিমেষে উধাও হয় জীবনের বেগতিক হাওয়া,
আঁচলে আড়াল করে মুখ…..
হৃদয়ে,গোপনে জাগে,
জোনাকির মধুময় শোভা,একঘর উষ্ণতার ফাঁকে
গাঁয়ের সীমানাজুড়ে,
যে অতীত হেঁটে যায়,সম্মোহনী দৃষ্টি মেলে….
দীঘির জলের পরে দ্যাখো তার,মিতবাক হাসি
সময়,শিকল কেটে এঁকে যায় ভেজাবুকে
স্বপ্নের অদৃশ্য জলছবি……