একশো পঁচিশ বছর আগে কটকের ঘরে,
এলে তুমি পরাধীন ভারতের শৃঙ্খলমুক্ত করতে–
পেরেছিলে,তুমি ভারতবাসীকে একই বন্ধনে বাঁধতে,
নেতা হয়ে শেখালে তুমি,চোখে চোখ রেখে কথা বলতে।
তুমিই চেনালে স্বাধীন ভারতের স্বাদ কোহিমার মাটিতে
দৃপ্ত কণ্ঠে বললে তুমি,”তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব”,
তুমি তো তোমার কথা রেখেছিলে।
কিন্তু ভারত কি রেখেছিল তোমাকে দেওয়া কথা?
তাইতো তোমাকে নিয়েই যত রহস্য কথা।
তৎকালীন ব্রিটিশ সরকার নড়ে উঠেছিল তোমার দৃপ্তকন্ঠের কাছে।
ব্রিটিশ সূর্য অস্তমিত হয়েছিল তোমার তেজস্বীতার কাছে।
সারা ভারত যখন স্বাধীনতার আন্দোলনে উদ্বেল
এক কোণে বসে ছক কষেছিল স্বার্থান্বেষী হায়েনার দল।
তোমাকে বাধ্য করা হলো পদত্যাগ করতে
কায়েমি স্বার্থ প্রতিষ্ঠা করা যায় যাতে।
তাইতো তোমায় শুনতে হয়েছে বিদেশি কুত্তার অপমান।
এতদিন পরেও শুনি তোমারই পরিজন,
বলছে নাকি কায়েমি স্বার্থান্বেষীর সাথে তোমার ছিল মধুর আত্মার মিলন।
একশো পঁচিশ বছর পরেও তোমায় নিয়ে চলে ব্যবসার ছল–
বিদেশি অর্থ তোমার নামে এলেও চলে যায় কায়েমী স্বার্থের দালালদের হাতে।
ভারতবাসী এখনও জানে একজন নেতার নাম।
তাইতো তোমার জন্মদিনে জানাই আমার সশ্রদ্ধ প্রণাম।।