ঝুলি ভর্তি অনভিপ্রেত তিক্ত অভিজ্ঞতার সাথে
জমাট বাঁধা তিক্ত অনুভূতি গুলো,
আজ যেন চিরতার মত বিস্বাদ লাগে!
না পারি গিলতে; না পারি উগড়াতে।
একেক সময় মনে হয়,
ফুৎকারে দেই উড়িয়ে নাগালের বাইরে
হিমালয়ের চূড়ায় পড়ুক ছড়িয়ে!
মেঘেদের দেশে, ধরা ছোঁয়ার বাইরে,
যাক ভেসে যাক দূরে,বহু-বহু দূরে ।
যেথায় আর নাগাল পাবনা
হারিয়ে যাবে চাঁদের পাহাড়ে চিরতরে
অগ্নিগর্ভ লাভা স্রোতের সীমানা পেরিয়ে!
তবে যদি শান্ত হয় তপস্বী হদয়
শীতল ঝর্ণাধারায় পড়বে ঝরে বেহাগের সুর
বাজবে টুং টাং মিষ্টি মধুর সুরে।!
কিন্তু; পারছি কই ?
জগদ্দল পাহাড়ের মত চেপে বসা
অনুভূতিগুলো যে পিছু ছাড়েনা।
যেমন ছাড়েনা ভালোলাগা; আর বোবা ব্যথার সূক্ষ্ম অনুভূতি।
ভালোবাসার অনুভূতি দোরে হঠাৎ খিল এঁটেছে,
অভিমানী রাই এর মত মুখ ঘুরিয়ে
রাগ অনুরাগের বিষন্ন দুপুরে !
কেমন করে বোঝাই তারে এমনটা ঠিক নয়–
আছো তুমি আছি আমি
বাকি সব ঝুট হ্যায়।
জীবনের চাওয়া পাওয়া মানেনা কিছু
শুধু চলতে চায় নিজ স্বাধীনতায় ,
আপন ডোরে তাকে বেঁধে রাখা দায়
এখন কি যে করি হায়!