সযত্নে বেড়ে ওঠা চারা ,
চোখ জুড়ানো ফুলে-ফলে ভরা !
সবুজ পাতার সমাহারের ফাঁকে ,
বুলবুলিটা মধুর স্বরে ডাকে !
দখিন হাওয়ার শান্ত শীতল পরশ….
দুলছে চারা, মনে বড়ই হরষ !
সূর্য কিরণ পড়ছে আড়াআড়ি ,
ফুলের গন্ধ দিচ্ছে সেথায় পাড়ি !
হটাৎ দেখি ঘন পাতার ভাঁজে…
শুষ্ক এক হলুদ পত্র বিরাজে ।
নিষ্প্রাণ সেই পত্র আঁকড়ে ধরে ,
আগলে শাখা রাখছে বুকে করে !
শাখা হতে সে পড়ল গিয়ে পাঁকে ,
লাগলো ব্যথা জীর্ণ পাতার শাখে !
জন্মের যে শেষ ঠিকানা মরণ….
তাকে…সত্য জেনে করতে হবে বরণ !