ঠিক কত টা ভেঙে পড়লে
জানলা দরজা খোলা রাখা বৃথা জানিনা !
অদৃশ্য কাব্য,
উধাও ছবি,
আরো যা কিছু সব ধোঁয়া,
যত্ন আসেনা নয়নতারা বা দামি গোলাপের উপর,
দীর্ঘ অবসাদ বা বিতৃষ্ণার ওষুধ শুন্য এই অবনী তে
কবি দের পাগল মনে হয়,
ওদের রাষ্ট্র থেকে দূর করা হোক !
সে সময় এই ভাবনা আসেনা –
নিখুঁত ক্ষত একটা অমর কবিতা প্রসব করে !