ষোড়শী ওই মেয়েটা বই ধরেছে বুকে,
তবু অবোধ সমাজ ওকে দূরেই রাখে,
আসলে জন্ম যে ওর এক্কেবারেই পাঁকে;
লোক সমাজে তাই ও লজ্জায় মুখ ঢাকে।
ওই যে ছেলের বাবা খুনের দায়ে জেলে,
পাড়ার লোকে ওকে একঘরেতে দেয় ঠেলে,
তবুও ছেলেটা রাখছে মা-বোনকে আগলে;
সত্যিই কি বাপের দায়ে হয়েছে খুনীর ছেলে?
এই সমাজের সর্বাঙ্গই এখন পাঁকে কলুষিত,
অন্যায় আর অনাচারে বাড়ছে ভ্রষ্টাচার যত,
তবু আগুনে পুড়েই যেমন স্বর্ণ হয় বিখ্যাত;
জন্ম পাঁকে তবু পদ্মের সুষমা কর্মে হোক লিপ্ত।
পঙ্কে জন্মেও মাতৃপদে চাই পদ্মের অঞ্জলি,
বিদ্যাসাগর,নজরুলের কীর্তি নিয়ে কথা বলি,
মহান কর্ম তাঁদের অতীত দুঃখ ভুলিয়েছে সকলি;
পাঁকে কি প্রাসাদে জন্ম-তাই নিয়ে না হোক দলাদলি।।