আমি মরতে শিখেছি একটু একটু করে
রোজকার নিয়মে,
মরেছি কতবার বিচারিক আদালতে ,
মরেছি শতেকবার ক্ষুধার্ত মানবিকতায়,
তাই আজ আমি বিদ্রোহী , তোমার বিদ্রোহে।
আজ আমাতে মিশেছে সকল স্পন্দন-ক্রন্দনের হাহুতাশ,
তোমারই মিথ্যা অভিলাষে, অথবা কালকূট বিষের গ্রাসে।
জন্মান্ধ চাঁদ দেখে , কখনও বা দুপুরের হলুদ গায়ে মেখে
প্রমত্ত আশার লক্ষ ঢেউ মুছে
উঠে আসিনি বেপরোয়া রাজনীতির কোনো অন্ধ গলি থেকে,
বরং একের পর এক স্লোগান সাজিয়ে
মানুষের ধমনীতে উত্তেজনার বারুদ ভরে
একঝাঁক অধিকারের মিছিলে সমাপ্তির সুর মিলিয়ে
প্রতিবাদী কন্ঠে ন্যায়-অন্যায়ের শাসনতন্ত্রে
স্বার্থের সীমানা প্রাচীর নির্মাণ করে
ভগ্ন দেশ আর অসহায় জনতার করিডোরে সততার
পদধ্বনি প্রতিস্থাপিত করতে
স্বপ্নীল ভুবনকে স্বাগতম জানাতে
উঠে এসেছি আমি নিয়ন আলোর পথ ধরে
অনন্তের সীমাহীন গন্তব্যের চৌকাঠ পার করে।