মেঘনায় মধ্যরাত, ডেকের উপরে একা তুমি—
তোমারই দুচোখভরা আমার নিরালা জন্মভূমি ।
তুমি সেই দেশ তুমি আমার সর্বংসহা দেশ
উদাসীন যাকে খুব সহজেই ভুলে যেতে পারি
তবু তুমি ধরে রাখো আমার পায়ের কাছে মাটি
ঘাটে ঘাটে জ্বেলে রাখো আকাশপ্রদীপ সারি সারি
যে-কোনো ভাটির টানে মোহানায় ছুটে যেতে যেতে
তোমার কথা যে আমি কখনো ভাবিনি এক তিলও
সেকথা জেনেও তবু থেকেছ আমারই পাশে পাশে
কী-বা আসে যায় হাতে কে কোথায় দিল বা না-দিল !
শিয়রে ভয়াল ঘোর পটভূমি করেছে বিকাশ
হাজার হাজার চোখে তারাদের তবুও পাহারা
দুধারে সজল চুপ, তার মাঝখানে তুমি একা
দাঁড়াও, দাঁড়িয়ে থাকো । ঘুমোক, ঘুমাতে চায় যারা ।
আবারও জেগেছে ঢেউ, ডেকের উপরে জাগো তুমি
তোমাকেই জানি আজ আমার বিষাদজন্মভূমি ।