মাতার কোলে শিশু দোলে
জন্মদিন হয় লালন,
হ্যাপী বার্থ ডে ভোরের থেকে
করছে সব পালন।
পায়েস পিঠা রান্না হবে
মাংস পোলাও চাটনি,
সকাল থেকে রান্না ঘরে
চলছে মায়ের খাটনি।
ভক্তি ভরে পুজো করে
কপালে তার চন্দন,
দেখতে লাগে ভারী সুন্দর
ছোট্ট খোকা নন্দন।
জন্মদিনে ঠাম্মা দাদু
কপাল ভরে চুমোয়,
সবার আদর পেয়ে এখন
খোকন কেমন ঘুমোয়।