গুনাগারের অন্তরালে পাড়া-বেড়ানো মেঘেরা অতি সাবধানে
ছেয়ে ফেলে বিশাল প্রান্তর ।
সেই তেপান্তরে ঝটিকার রক্তিম চোখ
উঁকিঝুঁকি দেয় হৃদয় -চাতালে-
পথটা ছিল না মসৃণ, মেঘলা আকাশে কেঁপেছিল অন্তর।
সারাদিনে বিষাক্ত মাশুল যেন তেল চুকচুকে চাবুক হাতে
ধমকানি দেয় তুখোড় গলায়,
সর্বক্ষণ বিষফোঁড়া বুঝি গলদের আপন দোসর হয়ে
ক্ষতের ওপর নিমক ছেটায়!