মেঘের দেশে ছোট্ট পরী
উড়ছে হাসি মুখে,
আপন মনে সোনা রঙের
পোশাক পরে সুখে।
খেলছে খেলা মেঘের সাথে
ছোট্ট পায়ে ছুটে,
সোনার ডানা দুলছে পিঠে
খেলে যখন লুটে।
মেঘবালিকা দেখেই পরী
বলে জড়িয়ে ধরে,
তুমি এমন কেমন করে
ভাসো মেঘের ‘পরে।
বর্ষাকালে রূপ বদলে
ঘন কালোয় সাজো,
আশ্বিনেতে শুভ্র বেশে
তুলোর মত রাজো!
বললো হেসে মেঘবালিকা
ছোট্ট পরী ওরে,
আমি তো ভাবি কেমনে তুমি
উড়ো ডানায় করে।