আম বাগানে ছেলের দল ,
করছে ভীষণ কোলাহল ।
স্বপনবুড়ো উঠিয়ে লাঠি ,
জোর খিঁচিয়ে দাঁত কপাটি ,
যাচ্ছে তেড়ে ফুঁড়ে ।
ঘর হতে তার একটু দূরে ,
সাধের ঐ বাগান ।
শব্দ হলেই রাস্তা ঘুরে ,
লাঠি হাতে রান ।
বাগানেতে তোরা কে রে ?
আমগুলো সব নিলি পেড়ে ।
পড়লে কিন্তু ছাড়বো না আর ।
একটাও কেউ পাবিনা পার ।
কাদের পোলা তোরা দেখি ,
ভাঙবো তোদের মাথায় ঢেঁকি ।
তাড়াতাড়ি আম কুড়ো ,
আসছে তেড়ে স্বপন বুড়ো ।