যেতে গিয়েও চৌকাঠে আটকে যাচ্ছে পা
যেতে পারছো না ।
শুধু অতীত নয় ,
ভবিষ্যতেরও কিছু দৃশ্য -স্বাদে
পরপর পাঁচিল তুলেছো ।
চলমান অতৃপ্তির লালা লোভে
কেবলই পূর্ণতার সাধ – স্রোতে ভেসে যেতে চাও ।
পথ ও পথিকের অগোছালো স্বপ্নের
যেমন কোনও সাবলীল অনুবাদ হয় না ,
তেমনি সর্ সর্ সফলতাও এ -বিশ্ব মাঝে
অ্যামিবার নির্জন নিঃসঙ্গ
এককোষী চলন বলন মাত্র !
উপরোক্ত উপমার অনুরূপ
আরও শত পঙক্তির ঘ্রাণ পেতে উন্মুখ তুমি ।
শুধু আরও জানবে বলে স্বেচ্ছায় অসহায়
চতুর্দোলা চৌকাঠে আটকে রেখেছো পা !