Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আমাদের মেইল করুন - banglasahitya10@gmail.com or, contact@banglasahitya.net অথবা সরাসরি আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » চেয়ার || Nitai Mridha

চেয়ার || Nitai Mridha

চেয়ারে বসলে চেহারা পাল্টে যায়,
নির্বাচনে জিতে ওরা চেয়ারে!
বর্ণচোরাদের মতন ওদের
জার্সির বদল ঘটে গেছে!
কয়েক বছর ফেল করে
লেখাপড়া ছেড়ে রাজনৈতিক
দলে ভিড়ে নেতা বনে গেল।
আগে যারা আমাকে বলতো স্যা‌র,
এখন ওরাই আমার স্যার।
আগে শিক্ষক হিসেবে উপদেশ দিতাম,
ওরা শুনতো,এখন ওরা টিভিতে
ভাষণ দেয়,আমি শুনি!
ওরা এখন দন্ডমুন্ডের কর্তা!
ওদের দরজায় আজ
আমি নগন্য একজন মানুষ!
বর্ষার জল পেয়ে যেমন
শুকনো গাছপালা সতেজ
সবুজ হয়,
তেমনি চেয়ারে বসে ওরা
এখন তরতাজা!
পাল্টে গেছে পোশাক-আশাক,
ধরন ধারণ,পাল্টে গেছে খাদ্যাভ্যাস!
আমি একজন পেনসানবিহিন শিক্ষক!
ওরা এখন রাবড়ি পোলাও,
মুরগির রোস্ট কিংবা
কাবাবের টেবিলে,
আমি এখন দুমুঠো ভাতের জন্য
আলু পিয়াজ কিংবা
দু টাকা চালের লাইনে!
ওরা এখন মসনদে,
আমি এখন পরিযায়ী শ্রমিকের
মতন রেশনের লাইনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *