জীবনের সায়ংকালের পথের শেষে
বন্ধুদের খুঁজে পেলাম ফেসবুকে এসে
মনের কথা ভাগ করে নেব বলে
ঈশ্বর তাদের আমার কাছে পাঠালে।
অনেকের অবয়ব বদলে গেছে
চেনা মুখ পালটে অচেনা লাগছে।
আমি কতজনের কাছে অচেনা
পড়ছে মনে তাদের সব হাসি কান্না।
ভাইরাস আমার জীবনে দেবদূত
বিজ্ঞান আজও আমার মনে অদ্ভুত
ভার্চুয়ালি সকলকে পেয়ে খুশি আমি
এ খুশির স্বাদ জানে শুধু অন্তর্যামী।
বন্ধুত্ব দিবসে পেয়েছি বন্ধুর উপহার
ইস্কুলবেলার সেই ছবি স্মৃতিতে আবার।
আমিও আছি তাদের সাথে ছবির মাঝে
মনের টানে হবে দেখা সূর্য ডোবা সাঁঝে।
প্রথম চিনেছে ঠিক আমায় বন্ধু সুমনা
আমরা উনিশ সাতাশির ব্যাচ তাই না
ভালো থেকো বন্ধুরা শুভকামনা জানাই
বন্ধুত্বের বন্ধনে থাকব আমারা সবাই।