এই কি সেই চেনা পথ?
যে পথ দিয়ে একদিন তুমি আমি হেঁটেছিলাম,
পাশাপাশি, হাতে হাত রেখে!
আজ ভীষণ অচেনা লাগছে এই পথটা।
হঠাৎ করেই সব কেমন বদলে গেল,
অচেনা হয়ে গেল চেনা যা কিছু ছিল।
তুমিও আজ অচেনা,
খুব দূরের কেউ একজন হয়ে গেছ।
সত্যিই কি চেনা মানুষ অচেনা হয়ে যেতে পারে?
না কি কোনদিন চেনাই ছিলনা,
সবটাই আমার ভ্রম ছিল!
ঐ আকাশ, ঐ চাঁদ – তারা- সূর্য , পাহাড় , নদী সবই তো একই আছে ।
শুধু তোমার পরিবর্তন ঘটেছে বিস্তর।
অচেনার পর্দা সরিয়ে ঐ চেনা কুঠূরিতে পৌঁছাতে পারিনি কোনদিন!
তাই হয়তো এত পরিবর্তন চোখে পড়ছে আমার।
তবে ভেবোনা আমি হেরে যাব,
দুর্বল হয়ে পড়ব।
এই চেনা অচেনা পথের মাঝে দাঁড়িয়ে অপেক্ষা করব।
আরও কঠিন করে নেব নিজেকে,
এতটা কঠিন যে, যে কেউ চাইলেই ভেঙে ফেলতে পারবে না, তুমিও না।