আজ চুপ ক’রে থাকার সময়। চুপ ক’রে দেখে যেতে হবে
ঘাতকের শিল্পকলা। এই রক্ত, ছুরিকা, ও উন্মাদের অশ্লীল উৎসবে
হ’তে হবে নির্বাক দর্শক। দেখবো বান্ধব
অনুপস্থিত হয়ে গেছে, শুনে যাবো সংঘবদ্ধ দস্যুর কলরব
ঢেকে দিচ্ছে পাখির সঙ্গীত, জানি আমরণ
স’য়ে যেতে হবে রাজপথে শ্যামল শিখার মতো কন্যার বস্ত্রহরণ।
জানতে চাইবো না পুত্রের দ্বিখণ্ডিত লাশ
পড়ে আছে কোনখানে, দেখে যাবো দূরের আকাশ
কীভাবে উপড়ে ফেলে জল্লাদের সংখ্যাহীন অন্ধ উন্মাদ কুঠার।
চুপ করে আশরীর বুঝে নেবো কী রকম ঠাণ্ডা ওই কুঠারের ধার।