হে পৃথিবী, কোথায় যাব? ক্লান্ত
আকাশে চাই, সেখানে উদ্ ভ্রান্ত |
আমার মন গহন বন ফুরায় না |
অতল থেকে নাম-না-জানা তৃষ্ণা,
মিটাতে যা পান করেছি বিষ না |
তবুও শাপ বুকের তাপ জুড়ায় না |
হয়ত হিয়া নিজের বাণে বিদ্ধ
বৃথাই খোঁজে শিকারী সন্দিগ্ধ |
মানে না ভুল ওষধি মূল কুড়ায় না |
মেঘের রাত মরুর দিন তপ্ত
আঁধার আলো জেনেছি ভাবি সব ত |
ঝিমানো প্রাণ কারো নিশান উড়ায় না |