আবার স্মৃতি তাজা হবে
পুরাতন স্মৃতির গান গেয়ে,
বলবে হেসে চিনতে পারো
আমায়, ওগো কালো মেয়ে।
বিনোদ বেণী বেঁধে ঘুরতে
কাজল নয়না তীক্ষ্ণ দৃষ্টি,
এক ঝলকেই মনে পড়া
কি অপরূপ তোমার সৃষ্টি।
আবার স্মৃতি তাজা হবে
পুরাতন স্মৃতির গান গেয়ে,
বলবে হেসে চিনতে পারো
আমায়, ওগো কালো মেয়ে।
বিনোদ বেণী বেঁধে ঘুরতে
কাজল নয়না তীক্ষ্ণ দৃষ্টি,
এক ঝলকেই মনে পড়া
কি অপরূপ তোমার সৃষ্টি।