পশুঘরে বন্দী পশু
কেঁদে ওঠে থেকে থেকে
মুক্তি ওরা পেতে চাইছে
বলছে দেখো ডেকে ডেকে।
হাতছানিতে ডাকে জঙ্গল
বন্দি ওরা খাঁচার ঘরে
দম আটকানো পরিবেশে
সবুজ বনের জন্য মরে।
পশুর কষ্ট কেউ বোঝে না
ওরা চোখের জলে ভাসে
হিংস্র হয়ে গর্জন করে
তোমরা থাকো তখন ত্রাসে।
তোমরা যদি পশুশালায়
বন্যপ্রাণী ধরে আনো
পশুদেরতো কষ্ট হবে
নিশ্চয় এটা তোমরা মানো!
বনের পশু বনে সুন্দর
সিংহ গহন বনের রাজা
তাকেও তোমরা বন্দি করলে
পাবে পশুরাজের সাজা।