Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আমাদের মেইল করুন - banglasahitya10@gmail.com or, contact@banglasahitya.net অথবা সরাসরি আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।

মোবাইল ফোনটা বেজে ওঠে, রিসিভ করে সুমেধা বলে ওঠে মা ভালো আছো তো, তোমার জন্য মন কেমন করছে খুব কিন্তু যেতে পারছি না।মা: দেবাংশু বাইরে গেছে বোধহয় তাই মা কে মনে পড়ছে, সত্যি বলতে কাল ফোন করতে গিয়ে ফোন করিনি, তোর সব জায়গায় যাওয়ার সময় হয় শুধু মায়ের জন্য সময় নেই। সুমেধা: দেবাংশু ফিরে এলে একসাথে যাবো মা, বাবা ভালো আছে তো? মা:হ্যাঁ, সবাই খুব ভালো আছে।বেশ কিছুক্ষণ কথা বলার পর ফোন রেখে দেয় সুমেধা, মনটা ভালো হয়ে যায়। ব্রেকফাস্ট তৈরি করে জোজোকে খাইয়ে গার্জেনস মিটিং এর জন্য রওনা দেয় সুমেধা। স্কুল থেকে বেরিয়ে এসে নেট অন করে দেখে বস ম্যাসেজ করেছেন, গুপ্তাজিরা কি বলছেন শুনবে,পয়েন্টসগুলো নোট করবে, নিজের অপিনিয়ন দিতে পারো তবে দরকার হলে ফোন করবে,আজ অফিসে আসার দরকার নেই। সুমেধা রিপ্লাই দেয় চিন্তা করবেন না স্যার, আশাকরি কোনো অসুবিধা হবে না। সময়মতো ক্লায়েন্ট অফিসে পৌঁছায় সুমেধা। রিসেপশন কাউন্টারে গিয়ে বলতে রিসেপশনিস্ট ফোন করে গুপ্তাজিকে, সুমেধাকে গুপ্তাজির কাছে পাঠিয়ে দেয়। সুমেধা কেবিনে পৌঁছে দেখে তদ্ভব, গুপ্তাজি এবং আরেকজন ভদ্রলোক বসে আছেন। সুমেধা ওদের বক্তব্য শোনে এবং নিজের কিছু মতামত দেয়,কাজ সুন্দরভাবে উপস্থাপন করে। মিটিং এর পর গুপ্তাজি তদ্ভবের দিকে তাকিয়ে বলে নিজের বন্ধুকে শুধু বকাবে! যাও এবার একটু দেখা ওর কি খেতে পছন্দ করে, কম্পানির মান সম্মান তোমার হাতে। সুমেধা: না, আমি কিছু খাবো না। তদ্ভব:ঐ সব কথা শুনছি না, গুপ্তাজির দিকে তাকিয়ে বলে, দাদা আমার জ্বরটা আবার এসেছে একটা প্যারাসিটামল নিয়ে নেব, আমি তবে একঘন্টা পরে বেরিয়ে যআচ্ছই।গুপ্তাজি: ওকে, নিজের খেয়াল রাখো। তদ্ভবের সঙ্গে সুমেধা বেরিয়ে আসে, সুমেধাকে একজায়গায় বসিয়ে কফি,স্ন্যাক্স অর্ডার করে তদ্ভব। সুমেধা তদ্ভবের দিকে তাকিয়ে দেখে মুখটা যেন শুকনো হয়ে গেছে, সুমেধা:জ্বর যখন আজ অফিসে এলে কেন? কোলকাতার ব্রাঞ্চে কতদিন থাকবে। তদ্ভব: তুমি আসবে, আমি হোটেলে বসে থাকবো! সকাল বেলা প্যারাসিটামল খেয়েছি, কিন্তু এখন মনে হচ্ছে জ্বরটা আবার আসছে,কফির সঙ্গে প্যারাসিটামল খেয়ে নেব,আর যতইহোক তোমাকে দেখার ইচ্ছাটা ছাড়তে পারলাম না। সুমেধার তদ্ভবের জন্য ভেতরে ভেতরে খুব কষ্ট হচ্ছিল, জিজ্ঞেস করে বিয়ে করেছো। তদ্ভব: দুবছর, সুমেধা (অল্প হেসে): দুজন আছো না তিনজন হয়েছে? তদ্ভব:আমার স্ত্রী প্রেগন্যান্ট,মাস চারেক পর ডেলিভারি। সুমেধার মনটা হালকা লাগে, হেসে বলে খুব ভালো খবর,আমায় অবশ্যই জানাবে বলেই থেমে যায়, তদ্ভব একদৃষ্টিতে সুমেধার দিকে তাকিয়ে হেসে বলে তুমি ঠিক আগের মতই আছ, সহজ সরল, সুন্দর…..

Pages: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Powered by WordPress