সজলা সুফলা রয়ে গেছে পিছে
বিদর্ভ দেশে বাসা।
হোকনা বিদেশ, যশোদরা মাতা,
বিধাতার সাধ-আশা!
জীবনানন্দ, বিদর্ভ নয়
তামসী নগরী, দূরে।
আলো ঝলমল প্রগতির পথে
অমরাবতীর ঘরে।
মায়ের দুধের স্বাদ কি জানিনা,
পরিযায়ী পাখি একা।
রাঙ্গা মাটির আভরণ হেথা
সঘন অরণ্যে ঢাকা।
মারাঠা রক্তে শিবাজী’র তেজ
বীর বিক্রমে মাত।
মরদ সবল, মেয়েদের কাছা
স্বাধীনচেতার জাত।
বিদর্ভ নারী রুক্মিণী দেবী
কৃষ্ণ ঘরণী রমা।
গুণেতে লক্ষ্মী ধর্য্যে ধরণী
তুলনা বিহীন বামা।
রক্তে বঙ্গ মাটির কণিকা
নিশিদিন জপি নাম।
জীবিত দশায় যদিগো নাপাই,
মরণে চাইনা দাম।