পূর্ণিমার চাঁদ গোল হয়ে ওঠে
আকাশে যখন,দেখি পাশাপাশি
হেঁটে যাচ্ছে মুগ্ধতার হাসি ও স্বপ্ন
খাঁ খাঁ জোছনায় পুড়ে যাচ্ছে রাত
গলে গলে পড়ছে সারা দুনিয়া
চাঁদের সেই আদিম কলা
যেন গোটা পৃথিবীটাই ছুঁয়ে নিয়েছে আকাশ
এমন অপার বিস্ময় মুহূর্তে
নতুন নতুন স্বপ্নগুলো এসে ভিড় করে
জমে ওঠে কথকতা
অতিক্রম করে যেতে চাই
অনেক আলোকবর্ষ দূর পথ
অতিক্রম করে যেতে চাই
নিজেকে নিজেই অদূর ভবিষ্যৎ
অতীতকে বর্তমানের মুখোমুখি বসিয়ে
মনের মতো জেনে নিতে চাই
গায়ে এত জোছনা লুকিয়ে রেখে চাঁদ
একপক্ষ কাল অভিমান করে
ফিরে না এসে থাকে কার অপেক্ষায় !