চলো আরো একবার সেই মাতলা নদীটার কাছে যাই
যার ঢেউ ফিরে ফিরে এসে চুমু খেয়ে যাবে পায়ে ।
চলো আরো একবার সূর্যাস্তের লগ্নে ছোট পাখিটার নীড়ে রেখে আসি দুজনের ভালোবাসা ।
ছুঁয়ে যাক সফেন ঢেউ কোন অমৃত পারাবার হতে
আজ এই নির্জন দ্বীপে ।
যদি বুকে রাখো ধানি রঙের রোদ
ঠোঁটে গোলাপের পাপড়ি
তবে ফিরে যাব নগ্ন পৃথিবীর কক্ষপথে
এক মুঠো ভালোবাসা কে সঙ্গী করে