সুন্দর এই বিশ্বটা হোক মানবতায় ভরা
থাকুক উদার নীতিতে গড়া,
সমাজ হবে দুর্নীতি মুক্ত অসাম্প্রদায়িক
ক্ষয়প্রাপ্ত মানবতাই হবে মূলমন্ত্র মৌলিক।
যেখানে থাকবেনা মানুষে মানুষে ভেদাভেদ
থাকবেনা কোন শত্রুতা হিংসা আর বিভেদ।
হৃদয়ের দ্বার রবে উন্মুক্ত সবার জন্য
তবেই মানুষ নামের এই জীবন হবে ধন্য।
দেখো চেয়ে, রক্ত মাংসে গড়া মানব দেহ একই
যাতে লেখা নেই কোন ধর্মের খতিয়ান।
ক্ষুধা তৃষ্ণা শোকতাপ আনন্দ অনুভূতি সবই সমান।
মানুষের সৃষ্টি ধর্মের বিভেদ গড়েছে ফারাক
ক্ষুদ্র মানসিকতায় তুচ্ছ ভাবনা নিপাত যাক।
অনেক হয়েছে হানাহানি, রক্তাক্ত পৃথিবী আর চাইনা
বন্ধ হোক ধর্মের জিগিরে যুদ্ধ যুদ্ধ খেলার ভাবনা।
সুন্দর পৃথিবী হয়ে উঠুক আরও সুন্দরতম।
অন্ধকার হতে আলোক সাগরে অবগাহন করো
খুলে দিয়ে মনের দ্বার ভালোবাসায় ভরো,
নতুন করে গড়ে উঠুক এক অসাম্প্রদায়িক সমাজ
মানুষে মানুষে বিভেদ ভুলে সুখ শান্তিতে বিরাজ।