হোঁচট খেয়ে পড়ার আগে,সামলে নাও নিজেকে।
এগিয়ে চলার নামই জীবন……
স্থবিরতা ডেকে আনে ইচ্ছামৃত্যুর বিভীষিকা!
যে নদীর গতিপথে বাধা হয় শ্যাওলার পিছুটান-
তাকে পিছমোড়া করে প্রবাহ হোক চিরন্তন….
প্রতিজ্ঞায় অবনত করো, নৈরাশ্যের মেঘবর্ণ বলয়।
প্রতি পদে অচলায়তনের বাদামীছাপ রেখে যায়
বিষণ্ণতার দীর্ঘ অবকাশ…..
যে পথ হারিয়ে যেতে চায় নিজের গভীরে….
তাকে খুঁজে দ্যাখো নামগোত্রহীন অচেনা আলোয়
পথে যেতে যেতে খানিক বিরতির আভাস,স্পষ্ট
মেঘের আঁচল সরিয়ে জ্যোৎস্নায় ভরাডুব দেয়
স্বপ্নের প্রজ্জ্বলিত শিখা….
অপেক্ষায় শেষ হয়,উপেক্ষার শিথিলতা,দিনের শেষে।
সব বাধা দূরে ঠেলে জ্বলে ওঠে আশার প্রদীপ,নিভৃতে।
পরাজয়ের আগে লেখা হোক বিজয়ের পাণ্ডুলিপি-
বিজেতার উত্তরীয় গলায়;
এখনো ভাবতে পারি সকলের মাঝে,একাসনে বসে
চরৈবেতি জীবনের অমোঘ উপাখ্যান,যেখানে–
ধ্বনিত হবে সমস্বরে একটাই আহ্বান…..
“এগিয়ে চলার নামই জীবন……!”