একে চন্দ্র ,দুই এ পক্ষ
বর্তমানে অধিকাংশ মানুষের
মানুষকে ঠকানই লক্ষ্য।
তিন নেত্র,চারে বেদ
ধন আর সম্পত্তিই
সম্পর্কের বাড়ায় বিভেদ।।
পাঁচে পঞ্চবান, ছয়ে ঋতু
ধন সম্পত্তি টাকাই আসল শত্রু।
সাতে সমুদ্র, আটে আষ্টবসু
ধন সম্পত্তির লোভই মানুষকে
আজ বানিয়েছে পশু।।
নয়ে নবগ্রহ, দশে দিক
জেনে রেখো সকলে
ভগবান যা করে সেটাই ঠিক।।