এই তো অযথা ভীড়ের জ্বর
ধুয়ে মুছে পেতেছি মগ্ন মন ,
নির্জন আরোগ্য দাও ।
রেখেছি সত্যে শ্বাস হাড় জিরজিরে ,
পুড়িয়ে ফেলেছি ভন্ ভনিতার ভুঁড়ি ।
উঠোনের মগডালে একঝাঁক ঝড় বসে আছে ।
জটিল করো না দৃষ্টি , বৃষ্টি উবে যাবে ।
জীবনের পেয়ালায় জোলো জোলো স্বর বেশি হলে
নভোনীল আনন্দের টুংটাং তরঙ্গ হারাবো ।
চকোর চুম্বন দাও ,
নীলপদ্মের মতো কাব্যিক শব্দ সুরে
টুপটাপ শরতের আয়ুস্মান আগমনী হবো ।