ডিগ্ বাজি ফাঁকি বাজি
আর বাজি আতসে
বাজি পোড়ে বাজি ফাটে
তারা খসে আকাশে ।
মাথা এক মাথা মোটা
চারে এক গন্ডা
পাকা মাথা সম্মানে
মাথা রেখো ঠান্ডা ।
বাম হাতে রোজগার
হাত পাতে অভাবে
চট ক’রে গায়ে হাত
দিও না তো স্বভাবে ।
চঞ্চল শিশুদের
চোখে চোখে রাখে মা
“চোখ গেল” পাখি এক
জল চোখে যাতনা !