কতো গুণী বলে শুনি অলসতা এক পাপ,
জীবন চৌচিড়,আনে অস্থিরতার শেষ ধাপ।
দিন দিন প্রতিদিন যারা কাজে যাই বাইরে,
ঘুমের অভাব,রেস্ট যে উইকেন্ডেও নাইরে।
এসো দেখি চুপ করে খানিক নিও জিরিয়ে,
অক্লান্ত পরিশ্রম রোজ,উদ্যমতা যায় ফুরিয়ে।
ঘুম দাও একখানা ঐ সোফা -বেড তাকিয়া,
উঠলেই দেবো ঘা,রোগ ধরবে যে জাঁকিয়া।
রোজ রোজ ঘরে বসে কাটাতে তো বলিনি,
তবু রেস্ট দরকার,যেমন ব্যথা হলে ভোলিনি।
সুখের ঘরে দুখের আঁচড় পথঘাটে ভাইরাস,
বলিহারি সব ছোকরা,মাস্ক ছাড়া হেঁটে যাস!
অলসতা বিলাসিতা যা স্বাভাবিক ভাবি কেউ,
কজনে বুঝি,এতেই চঞ্চলতা লুক্কায়িত ঢেউ।
কাটুক বিভ্রান্তি,যদি পারো ব্রেন পাক শান্তি,
অলসতা শয়তানী আড্ডা,দিল নাহি মানতি।